Avro Keyboard Bangla Software 4.5.1
সফটওয়ারটি আমার কাছে ভাল লাগল কেন ?
১) প্রথম কারণ হচ্ছে সফটওয়ারটি Omicronlab-এর সম্পূর্ণ ফ্রি সফটওয়ার । আমার যেহুতু দাম দিয়ে বিজয় সফটওয়ার ক্রয়ের সমর্থ নাই , তাই পাইরেটেড বিজয় ব্যবহার করার থেকে বৈধ অভ্র ব্যবহার করি ।
২) আমি বিজয় সফটওয়ার প্রায় ৫ বছর ব্যবহার করায় এর কীবোর্ড লেআউট ব্যবহার করায় অভ্যস্থ হয়ে পড়ি । অভ্রতে আমি বিজয়ের কীবোর্ড লেআউটের প্রায় ৯৯% ব্যবহার করতে পারি ।
৩) এটি একটি ইউনিকোড সফটওয়ার । ফলে অভ্র কীবোর্ডের সাহায্যে লিখা বাংলা যে কোন পিসিতে বাংলা ফন্ট ছাড়াই পড়া যাবে ।
৪) কীবোর্ডে ১২টি মাইক্রো কী কাজ করে ।
৫) কীবোর্ড ও মাউস উভয় দিয়েই টাইপ করা যায় ।
৬) অভ্র ফোনেটিক ( ইংলিশ টু বাংলা ) টাইপ করা যায় ।
৭) অভ্র ইজি, বর্ণনা , ইউনিজয়, ন্যাশনাল কীবোর্ড লেআউট সাপোট করে ।
৮) বাংলা ওয়েবপেজ ডেভেলপ করা যাবে ।
৯) বাংলায় ফাইল বা ফোল্ডার নেম, বাংলায় সার্চ, বাংলায় চ্যাট ইত্যাদি অভ্র দিয়ে করা যাবে ।
সফটওয়ারটি ব্যবহারে অসবিধাঃ
যে সব সফটওযার ইউনিকোড সার্পোট করে না সে সব সফটওয়ারে অভ্র বাংলা কীবোর্ড সফটওয়ারটি ব্যবহার করা যাবে না ।
সফটওযারটি ডাইনলোড করুন এখান থেকে
১)http://www.niponwave.com/download-area/setup_avrokeyboard_4.5.1.exe অথবা,
২)http://maruf42.com/omicronlab/setup_avrokeyboard_4.5.1.exe অথবা,
৩)http://www.pallab.com/downloads/avro/setup_avrokeyboard_4.5.1.exe
No comments:
Post a Comment