Friday, September 10, 2010

Avro Keyboard Bangla Software 4.5.1

আসুন আমরা আমাদের দেশকে ভালবাসি



বাংলা লেখায় ব্যবহার করুন ফ্রি বাংলা সফটওয়ার

Avro Keyboard Bangla Software 4.5.1



সফটওয়ারটি আমার কাছে ভাল লাগল কেন ?
১) প্রথম কারণ হচ্ছে সফটওয়ারটি Omicronlab-এর সম্পূর্ণ ফ্রি সফটওয়ার । আমার যেহুতু দাম দিয়ে বিজয় সফটওয়ার ক্রয়ের সমর্থ নাই , তাই পাইরেটেড বিজয় ব্যবহার করার থেকে বৈধ অভ্র ব্যবহার করি ।
২) আমি বিজয় সফটওয়ার প্রায় ৫ বছর ব্যবহার করায় এর কীবোর্ড লেআউট ব্যবহার করায় অভ্যস্থ হয়ে পড়ি । অভ্রতে আমি বিজয়ের কীবোর্ড লেআউটের প্রায় ৯৯% ব্যবহার করতে পারি ।
৩) এটি একটি ইউনিকোড সফটওয়ার । ফলে অভ্র কীবোর্ডের সাহায্যে লিখা বাংলা যে কোন পিসিতে বাংলা ফন্ট ছাড়াই পড়া যাবে ।
৪) কীবোর্ডে ১২টি মাইক্রো কী কাজ করে ।
৫) কীবোর্ড ও মাউস উভয় দিয়েই টাইপ করা যায় ।
৬) অভ্র ফোনেটিক ( ইংলিশ টু বাংলা ) টাইপ করা যায় ।
৭) অভ্র ইজি, বর্ণনা , ইউনিজয়, ন্যাশনাল কীবোর্ড লেআউট সাপোট করে ।
৮) বাংলা ওয়েবপেজ ডেভেলপ করা যাবে ।
৯) বাংলায় ফাইল বা ফোল্ডার নেম, বাংলায় সার্চ, বাংলায় চ্যাট ইত্যাদি অভ্র দিয়ে করা যাবে ।



সফটওয়ারটি ব্যবহারে অসবিধাঃ
যে সব সফটওযার ইউনিকোড সার্পোট করে না সে সব সফটওয়ারে অভ্র বাংলা কীবোর্ড সফটওয়ারটি ব্যবহার করা যাবে না ।

সফটওযারটি ডাইনলোড করুন এখান থেকে

১)http://www.niponwave.com/download-area/setup_avrokeyboard_4.5.1.exe অথবা,
২)http://maruf42.com/omicronlab/setup_avrokeyboard_4.5.1.exe অথবা,
৩)http://www.pallab.com/downloads/avro/setup_avrokeyboard_4.5.1.exe

No comments:

Post a Comment